ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে সিঅ্যান্ডএ টেক্সটাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ফেব্রুয়ারি ৩, ২০১৫
টপ লুজারে সিঅ্যান্ডএ টেক্সটাইল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৯৬ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ২৩ টাকায়।



দিনভর এই শেয়ার ২২ টাকা ৮০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল চামড়া খাতের সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এদিন এর শেয়ার দর ৯০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ২০ পয়সায়।

দিনভর এ শেয়ার ১৮ টাকা ২০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।  
 
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল লিবরা ইনফিউশন, চতুর্থ প্রোগ্রেসিভ লাইফ,, পঞ্চম গ্রিন ডেল্টা, ষষ্ঠ আজিজ পাইপস, সপ্তম ফ্যাস ফিন্যান্স, অষ্টম মুন্নু স্ট্যাফলার্স, নবম রূপাল ব্যাংক এবং দশম স্থানে ছিল ফিনিক্স ফিন্যান্স।
 
বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।