ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ জানুয়ারি) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৭৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১০৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেসকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা, আইসিবি ও ওয়েস্টার্ন মেরিন।

লেনদেন হয়েছে মোট ১৪৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২২৩ কোটি ২৪ লাখ টাকা।  

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১২টা ৪৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।
     
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪৮ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৪২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেন হয় মোট ১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ৬৬ লাখ টাকা।               

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫/আপডেটেড : ১২৫১ ঘণ্টা/আপডেটেড : ১৩৫৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।