ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ডিসেম্বর) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।




ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৯০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- অগ্নি সিস্টেমস, ফু-ওয়াং ফুড, দেশবন্ধু পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট, আরডি ফুড, তুং হাই, বেক্সিমকো ফার্মা, আমরা টেকনোলজি, ইউএলসি ও জিএসপি ফিন্যান্স।

লেনদেন হয়েছে মোট ২৩৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৩১ কোটি ৩২ লাখ টাকা।               

এর আগে বেলা সাড়ে ১১টা ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৩ পয়েন্ট হয়।

দুপুর ১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৯ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে ১২ হাজার ১২৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৫৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

লেনদেন হয় মোট ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৮ লাখ টাকা।                                

বাংলাদেশ সময় : ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪/আপডেটেড : ১৩২১ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।