ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লিস্টিং রেগুলেশনের খসড়া যাচাইয়ের সময় বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
লিস্টিং রেগুলেশনের খসড়া যাচাইয়ের সময় বেড়েছে

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) খসড়া লিস্টিং রেগুলেশন যাচাই-বাছাই ও সংশোধন করে তা প্রণয়নের সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে।


 
জানা যায়, গত ১ ডিসেম্বর এ রেগুলেশন সংশোধন করে কমিশনে দাখিলের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা প্রণয়ন করা সম্ভব হয়নি। তাই সময় বাড়িয়েছে বিএসইসি।
 
নতুন সময় অনুযায়ী আগামী ২০ ডিসেম্বরের মধ্যে গঠিত কমিটিকে খসড়া প্রণয়ন করে কমিশনে দাখিল করতে হবে।
 
গত ১৮ নভেম্বর বিএসইসি’র পক্ষ থেকে ডিএসই ও সিএসই’র খসড়া লিস্টিং রেগুলেশন যাচাই-বাছাই ও সংশোধনের জন্য একটি অফিস আদেশ জারি করে। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
 
গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম (আহ্বায়ক), নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল আলম (সদস্য) ও পরিচালক মো. আবুল কালম।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।