ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফাইন ফুডসের এজিএম ২৮ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
ফাইন ফুডসের এজিএম ২৮ ডিসেম্বর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেড কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রাজধানীর নিউমার্কেটের নিউমার্কেট সিটি কমপ্লেক্সে কোম্পানির প্রধান কার্যালয়ে ওইদিন বেলা ১১টায় এই সভা হবে।



এর আগে ২৭ ডিসেম্বর এ সভা হওয়ার কথা ছিল। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদিতে কোম্পানির প্রকল্প-১ এ এজিএম-এর স্থান পরিবর্তন করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৪ নভেম্বর।

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।