ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) মূল্যসূচক না বাড়লেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৫২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আরএন স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, কেয়া কসমেটিকস, হামিদ ফেব্রিক্স, শাহজিবাজার পাওয়ার, ডেল্টা স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস ও ফ্যামিলিটেক্স।

লেনদেন হয়েছে মোট ৪২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকা।      

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৮২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৪ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৩ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৩ পয়েন্টে স্থির হয়।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

লেনদেন হয় মোট ৩২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৪৪ কোটি ১৮ লাখ টাকা।                       

বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪/আপডেটেড : ১২৩৬ ঘণ্টা/আপডেটেড : ১৩৪২ ঘণ্টা/আপডেটেড : ১৫২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।