ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, অক্টোবর ১৬, ২০২৫
যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ ফেল 

যশোর: এবারের এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০টি কলেজ থেকে একজনও পরীক্ষার্থী পাশ করেননি।

তাদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি একজনও।

একই অবস্থা খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ, সদরের হোম ইকোনমিক্স কলেজ, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের।  
                                                                                                
এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ডুমুরিয়া মডেল কলেজ থেকে একজন, সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে একজন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে পাঁচজন, তেরখাদার আর্দশ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি।  

অন্যদিকে, মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজ থেকে আটজন, রাওতারা এইচ এন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ থেকে নয়জন এবং বিরেন সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এগারজন পরীক্ষার্থীয় অংশ নিয়েছিলেন। তাদের কেউই পাশ করতে পারেননি।

অনুরূপভাবে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর গোপালপুর কলেজ ১৮ জন, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামীয়া মহিলা কলেজ নয়জন, আখড়াখোলা আদর্শ কলেজ থেকে নয়জন এবং সাতক্ষীরা কমার্স কলেজ থেকে দুইজন এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাশ করতে পারেননি।

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় আরো রয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী সাতজন), চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ, (২৬ জন), অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ (৭ জন), কেশবপুর উপজেলার বুরুলি স্কুল অ্যান্ড কলেজ (১০ জন), কুষ্টিয়া সদর উপজেলার আব্দুল গণি কলেজ (৪ জন), ঝিনাইদহ সদরের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম কালেক সুলাইমান ইনস্টিটিউট (৩৫ জন)।

এসএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।