ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ঝিনাইদহে কাঠ আড়তের ভেতরে মিলল নারীর বস্তাবন্দি লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, অক্টোবর ১২, ২০২৫
ঝিনাইদহে কাঠ আড়তের ভেতরে মিলল নারীর বস্তাবন্দি লাশ ছবি: প্রতীকী

ঝিনাইদহ শহরের গোবিনাথপুর ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠ আড়তের ভেতর থেকে তাছলিমা খাতুন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত তাছলীমা খাতুন শহরের গোবিনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে। পলাতক লাল মিয়া শহরের গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায়  তাছলিমা খাতুন বাড়িতে না ফেরায় তার সন্তান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ছেলে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে কাঠ আড়তের ভেতরে বস্তাবন্দি একটি লাশ পড়ে থাকতে দেখে। ঘটনাটি এলাকার সাবেক কমিশারকে জানানো হলে তিনি বিষয়টি প্রশাসনকে জানান।  

খবর পেয়ে ঝিনাইদহ থানার পুলিশ, র্যাব, সিআইডি ঘটনাস্থল ঘিরে রেখে উদ্ধার অভিযান চালায়। পারিবারিক কলহের কারণে স্বামী তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।  

এলাকাবাসী আরও জানায়, কারণে অকারণে তাসলিমকে তার স্বামী মারধর করতেন।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কাঠের আড়তের ভেতর তাসলিমা খাতুনের লাশ। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো। এ ঘটনায় নিহতর স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।