ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যশোরে বিএনপি নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, অক্টোবর ৬, ২০২৫
যশোরে বিএনপি নেতাকে বহিষ্কার ম্যাপ

যশোর: সংগঠনবিরোধী ও শৃঙ্খলা বহির্ভুত কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে যশোরে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত গোলাম রসুল বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

 

সোমবার (৬ অক্টোবর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, গোলাম রসুলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এখন থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।