ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে কাঁচপুর সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।
মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। ধারণা করা হচ্ছে, ট্রাক রেখে দুই ট্রাকচালক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা গাড়িচাপায় তাদের মৃত্যু হয়।
এমআরপি/আরএ