ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরায় দুঃসাহসিক চুরি, ১২০ ভরি স্বর্ণালংকারসহ পৌনে ৩ কোটি টাকার মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, অক্টোবর ২, ২০২৫
সাতক্ষীরায় দুঃসাহসিক চুরি, ১২০ ভরি স্বর্ণালংকারসহ পৌনে ৩ কোটি টাকার মালামাল লুট

সাতক্ষীরা: পূজার আনন্দে ঘুরতে গেছে সবাই, সাতক্ষীরায় এই সুযোগে দুই দিনে সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় প্রায় ১২০ ভরি স্বর্ণসহ পৌনে তিন কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার সাংবাদিক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রামকৃষ্ণ চক্রবর্তী, পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাটিয়া সর্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ও ওয়্যারড্রব ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।

পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে ৮টার পরে যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া পূজামণ্ডপের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে হানা দেয় চোরেরা। এসময় তারা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

মাত্র ২৪ ঘণ্টার ঘণ্টার মধ্যে একাধিক বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রীতিমত চোরের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে শহরবাসী।

এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এমআরএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।