বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে পুকুরে গোসল করতে নামে ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা নাতি শিশু নূর কাদের মোল্লা।
নিহতরা হলেন, চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নৃর জামানের পুত্র নূর কাদের মোল্লা (০৯) এবং তার দাদা শাহজাহান মোল্লার (৮০)।
চিতলমারী থানার উপ পরিদর্শক এস আই মোঃ ফয়সাল বলেন, স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবর স্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
এমআরএম