মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে সাড়া ফেলতে গিয়ে জনগণের চাপে স্থান ত্যাগ করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা রায়হান জামিল।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন রায়হান জামিল। পরে তিনি ভাষানচর ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় এলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি প্রাণে রক্ষা পান।
ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল ১০ টাকায় ইলিশ দেবে -এমন ঘোষণায় সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ইলিশ পাইনি, উল্টো ধাক্কাধাক্কি, মারামারি শুরু হয়। পরে দেখি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল বলেন, এই মুহূর্তে দেশের সব চাইতে দামি মাছ ইলিশ। যে মাছ কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ৬০০ মানুষের মাঝে ১০ টাকায় একটি করে ইলিশ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এ খবর পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হয়। পরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে বাধ্য হই।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কথা না শুনে ইলিশ বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসআরএস