মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় ইতালি প্রবাসীসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণ রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম।
জানা গেছে, ইতালি প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই নির্মাণাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইতালি প্রবাসীসহ চারজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ