সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) ও আরোহী শব্দর আলী নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার জয়কলস গ্রামের পাশে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিতহরা সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ে কর্মরত ছিলেন। নিহত জুয়েল জেলার দোয়ারা বাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে এবং মো. শব্দর আলী সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে জয়কলস এলাকার সড়কে প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা অপর আরোহী শব্দর আলী। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে যাওয়ার পথে মারা যায়।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আরএ