ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ১৫ জন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাজরিন কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘটনায় দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার ভরাডোবা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একই লেনে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় বাসে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, রাস্তার কাজ চলার কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী লেনে উঠে পড়ে। এসময় ঢাকা থেকে নেত্রকোনাগামী আয়ান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ১৫ জন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ