যশোরে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বসুন্দিয়া মোড় থেকে ইব্রাহিম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে শাওন নামে আরেক আসামিকে আটক করা হয়। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামে। তিনি বর্তমানে যশোর শহরতলীর রাজারহাট এলাকায় বসবাস করেন।
তদন্ত কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যায় রাজারহাটে মাদকবিরোধী অভিযানের সময় সিআইডির ওপর হামলার ঘটনায় শাওন যে পোশাক পরেছিলেন তা উদ্ধার করা হয়েছে। এসআই কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারি তুষার সরদারকে আটক করে সিআইডি। এসময় তুষারের সহযোগীরা সিআইডি সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এমনকি হামলাকারীরা সিআইডি সদস্য শহিদুলকে রশি দিয়ে হত্যার চেষ্টা চালায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শাওন ও ইব্রাহিমকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। তবে ঘটনার মূল হোতা তুষার সরদার এখনো পলাতক।
সিআইডি সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের আশ্রয়ে দীর্ঘদিন ধরে তুষার মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ঘটনার পর একাধিক টিম অভিযান চালিয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি তুষারকে ধরতে অভিযান অব্যাহত আছে।
সিআইডি যশোরের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডির বিশেষ টিমও কাজ করছে।
এমজে