ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

লাইনচ্যুত তিতাস কমিউটার উদ্ধার, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, সেপ্টেম্বর ৪, ২০২৫
লাইনচ্যুত তিতাস কমিউটার উদ্ধার, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক তিতাস কমিউটার এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করে।

এতে ৫ ঘণ্টা পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।  

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জনান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ করে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ডাউন লাইন ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক হয়। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলস্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়।

এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়। দুপুর পৌনে তিনটায় ক্ষতিগ্রস্ত বগিটিকে ডাউন লাইনে রেখে তিতাস কমিটর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া হয়ে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় ডাউন লাইনগামী ট্রেনগুলোকে পার্শ্ববর্তী লোপ লাইন দিয়ে চলাচল করিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।