ঢাকা, বুধবার, ৪ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

সারাদেশ

কাউন্টার ভাঙচুর, ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, আগস্ট ১৯, ২০২৫
কাউন্টার ভাঙচুর, ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ বাস কাউন্টার ভাঙচুর

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চার ঘণ্টা ধরে ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সৃষ্টি হয়েছে যাত্রী ভোগান্তি।

 

এই ভাঙচুর ও লুটপাটে দেড় শতাধিক দুর্বৃত্ত অংশ নেয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।  

নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম।

তিনি বলেন, আমি ঢাকা থেকে ময়মনসিংহে ফিরছি। গফরগাঁও আসতেই একজন ফোন করে মাসকান্দার ঢাকা বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের কথা জানায়। কি কারণে, কে বা কারা ভাঙচুর ও লুটপাট করেছে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আরও বিস্তারিত বলতে পারব।  

মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। হামলা করে কাউন্টার ও ভেতরে ভাঙচুর করে। এসময় কাউন্টারে থাকা টাকা লুটপাট করে নিয়ে যায়।

একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে নগরীর মাসকান্দা বাস টার্মিনালে প্রবেশ করে অতর্কিতভাবে ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টারটি ভেঙে গুড়িয়ে দেয়। বন্ধ করে দেয় ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টার। ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি বন্ধ করে দেওয়াতে ভোগান্তিতে পড়েছে কয়েক শত যাত্রী। যাত্রীরা অগ্রীম টিকেট করেও যেতে পারছেন না তাদের গন্তব্যস্থলে। যাত্রীরা বলছেন হঠাৎ এভাবে ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারটি ভেঙে ফেলা ও বাস চলাচল বন্ধ করে দেওয়াতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না।

মজিবুর রহমান নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, আমি অগ্রিম টিকেট করে রেখেছিলাম। বাসস্ট্যান্ডে এসে দেখি কে বা কারা কাউন্টারটি ভাঙচুর করেছে। এতে বাস চলাচল বন্ধ রয়েছে। আমি ঢাকা গিয়ে সেখান থেকে রবিশাল যাব। লঞ্চের টিকেটও কেনা। এখন কোনোভাবেই ঢাকা যেতে পারছি না।  

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বাসস্ট্যান্ডের আরেক কর্মী বলেন, যারা ভাঙচুর করতে এসেছিল। তারা স্লোগান দিচ্ছিল। আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতা শামীমের কোনো বাস চলবে না। এসব স্লোগান দিতে দিতে কাউন্টার ভাঙচুর করে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।