ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কমতে শুরু করেছে নওগাঁর সব নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, আগস্ট ১৭, ২০২৫
কমতে শুরু করেছে নওগাঁর সব নদীর পানি নদীর পানি

কমতে শুরু করেছে নওগাঁর সব নদীর পানি। গতকাল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা থেকে পানি কমতে শুরু করে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী আত্রাই নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এছাড়া নওগাঁ শহরের ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে আজ দুপুর ১২টায় পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৪.৪৩  সেন্টিমিটার। সেখানে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৭.৭৫ সেন্টিমিটার। সেখানে বিপৎসীমার ৩.৩২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আত্রাই নদীর মহাদেবপুর পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৫.৬৫ সেন্টিমিটার, অর্থাৎ সেখানে বিপৎসীমার ২. ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  

আত্রাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৩৭  সেন্টিমিটার। সেখানেও বিপৎসীমার মাত্র সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।