গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৩৪) নামে জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে ধানক্ষেতের পাশের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নজরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন নজরুল ইসলাম। সকালে ধানক্ষেতের জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে নিহতের ছোট ভাই নাজিরুল ইসলামের অভিযোগ, তার ভাই বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। স্থানীয় অনলাইন জুয়াড়ি-হ্যাকাররা অবৈধ লেনদেনে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিল। এরই জের ধরে রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় নজরুলকে গলাকেটে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম।
এসআরএস