ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, জুলাই ২১, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত দুর্ঘটনায় আহতরা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বেসরকারি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার খাঁটিহাতা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ভেক্টর ব্যাগ নামে প্রতিষ্ঠানের বাসটি শ্রমিকদের নিয়ে কুট্টাপাড়াস্থ কারখানার উদ্দেশে রওনা দেয়। পথে কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।

বর্তমানে জেলা সদর হাসপাতালে আহত ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।  

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।  

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।