ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেটে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, জুলাই ১৮, ২০২৫
সিলেটে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে ট্রাকের পেছনে ধাক্কা লেগে ফাহিদ হোসেন ফাহিম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিদ হোসেন ফাহিম ওই গ্রামের বাসিন্দা প্রবাসী বদরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জৈন্তাপুর থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে সিলেট-তামাবিল সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্নতা ঘটে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে আরোহী তরুণ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এনইউ/এমজেএফ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।