ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

গাংনী উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, জুলাই ৪, ২০২৫
গাংনী উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার শফি কামাল পলাশ। সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের নেতা শফি কামাল পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) ভোরের দিকে উপজেলাটিতে তার উত্তরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শফি গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকও।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি। তার বিরুদ্ধে মামলাগুলো যাচাই বাছাই করার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ওসি।  

জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবের পর শফি কামাল পলাশ দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। গ্রেপ্তার শফি বর্তমানে গাংনী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।