বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদক উদ্ধারের অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানিক দলের সঙ্গে মারামারিতে কনস্টেবলসহ তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কনস্টেবল মো. ইমরানসহ সাগর ও শাওনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের দারোগারহাট এলাকার হারুন খা এর ফার্মের বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় মাদক কারবারি সাগরসহ তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি ও মারামারি হয়। এতে মাদক ব্যবসায়ীদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরান। মারামারিতে সাগর (২৭) ও শাওন (২৫) গুরুতর জখম হয়েছেন। পরে মাদক কারবারিরা পালিয়ে যান।
এদিকে সন্ধ্যায় আহত তিনজনকেই উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পালিয়ে যাওয়া হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং হামলার ঘটনায় মামলা করা হবে বলেও জানান জেলা ডিবি পুলিশের ওই কর্মকর্তা।
এমএস/আরআইএস