ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নামজারিতে জাল খতিয়ান দাখিল, যুবকের ৫ দিনের কারাদণ্ড  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুলাই ২, ২০২৫
নামজারিতে জাল খতিয়ান দাখিল, যুবকের ৫ দিনের কারাদণ্ড   আজিজুর রহমান

লক্ষ্মীপুরের কমলনগরে নামজারিতে জাল খতিয়ান দাখিল করায় আজিজুর রহমান (২৯) নামে এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোছাইন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিজিপাড়ার তাজু মাস্টারবাড়ির আবুল কালামের ছেলে।

জানা গেছে, নামজারির জন্য আজিজুর রহমান উপজেলা ভূমি অফিসে খতিয়ান ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে। বুধবার দুপুরে ওই নামজারির শুনানির সময় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় তার দাখিলকৃত খতিয়ান ভুয়া হিসেবে শনাক্ত হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন বলেন, নামজারি মিসকেসের শুনানির সময় জাল খতিয়ান ও কাগজপত্র দাখিল করায় এক যুবককে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।