ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে ডোবায় পড়ে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, জুন ৬, ২০২৫
ফরিদপুরে ডোবায় পড়ে ২ বোনের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলো, কাইচাইল দক্ষিণ পাড়া এলাকার সুমন মোল্লা ও সুমি বেগম দম্পতির দুই কন্যা সন্তান—নফিজা (৭) ও নাজিবা (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে বের হয় শিশু দুইটি। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে খোলা একটি গভীর গর্তের পনিতে দুই শিশুর নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গর্তটি কিছুদিন আগে একটি নির্মাণ কাজের মাটির জন্য খোঁড়া হয়েছিল, তবে নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার পর মৃত্যু ঘোষণা করা হয়েছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন জানান, নাফিজা ও নাজিফা তারা দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে দুই বোন বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে মারা যায়।

এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।