নীলফামারী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলেছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। কারণ, কোনো একটা সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে ক্ষমতাসীন দল তাদের পছন্দের প্রার্থীদের জেতানোর জন্য বিভিন্নভাবে প্রভাবিত করে।
সোমবার (২৬ মে) বিকেলে নীলফামারীর ডিমলায় উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় সারজিস আলম এসব কথা বলেন।
পরে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে নীলফামারীর জলঢাকায়ও জাতীয় নাগরিক পার্টির পথসভা হয়েছে।
বিকেলে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ পথসভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এসময় অনুষ্ঠানের তিনি সব অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
সারজিস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের হাত ধরেই এসেছে এনসিপি। এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস।
উপজেলা এনসিপি নেতা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, সাদিয়া ফারজানা দিনা, উপজেলা নেতা মহাই মেনুর রহমান সানা ও আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে নীলফামারী জেলার অন্যান্য উপজেলাগুলোতেও পথসভা করেন সারজিস।
এসআই