ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

সারাদেশ

মাগুরায় সাকিব আল হাসানের বাবাসহ ৭৯ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, মে ২৬, ২০২৫
মাগুরায় সাকিব আল হাসানের বাবাসহ ৭৯ জনের নামে মামলা সাকিবের বাবা মাসরুর রেজা, পুরোনো ছবি

মাগুরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক এমপি ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ ৭৯ জনের নামে মামলা হয়েছে।

গত ১৮ মে মাগুরা সদর থানায় ফৌজদারি কার্যবিধি ও বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করেন মো. আবু তাহের নামে এক ব্যক্তি।

মামলায় আসামি হিসেবে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজাসহ ৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১৫০ থেকে ২০০ জন।


মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ৪ আগস্টের ঘটনায় মামলাটি হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ সন্ত্রাসী। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। মামলায় ১ নম্বর আসামি সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।  

এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান।

মামলার বাদী মো. আবু তাহের (৩১) মাগুরা সদর উপজেলার পাথরা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী এবং ওই কার্যালয়ের কেয়ারটেকার হিসেবে উল্লেখ করেছেন।

মামলার বাদী বলেন, ঘটনার দিনও ছিলাম। দলীয় নেতাদের সঙ্গে কথা বলে মামলা করতে দেরি হয়েছে। ঘটনার সময় যারা ছিলেন, তাদেরই আসামি করা হয়েছে।
 
অভিযোগে বলা হয়েছে, হাতবোমা, পিস্তল, শ্যটগান, বন্দুক, রামদা, ছ্যান, চাপাতি, চায়নিজ কুড়াল, লোহার রড, শাবল, ককটেল, প্লাস্টিকের টব ভর্তি পেট্রোল নিয়ে আসামিরা ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে শহরের ইসলামপুরপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর চালান। এসময় তারা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত হাবিবুর রহমানের বসতবাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।