ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বরিশালে আ.লীগের ২ কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মে ২৪, ২০২৫
বরিশালে আ.লীগের ২ কর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি পতিত আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) ভোরে নগরীর রূপাতলী ও জাগুয়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— নগরীর রূপাতলী এলাকার আছমত আলী খান সড়কের বাসিন্দা হাসনাত হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও জাগুয়া এলাকার ওমর আলীর ছেলে মিরাজ হোসেন (৪০)।

ওসি মিজানুর রহমান জানান, আনোয়ার ও মিরাজ গত বছরের ৪ আগস্ট বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের দুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।