ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাজীপুরে সাফারি পার্কের কোর সাফারি ২ জুন পর্যন্ত বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, মে ২২, ২০২৫
গাজীপুরে সাফারি পার্কের কোর সাফারি ২ জুন পর্যন্ত বন্ধ

গাজীপুর: গাজীপুরের সাফারি পার্কের কোর সাফারি ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর সাফারি পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফসহ বিভিন্ন পশু রাখা হয়েছে। দর্শনার্থীরা বাসের ভেতর বসে এসব প্রাণী দেখেন। প্রতিটি প্রাণী দেখতে আলাদা আলাদা বেষ্টনিতে প্রবেশ করতে হয়। এসব বেষ্টনির গেটগুলো ভেঙে দর্শনাথীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কোনো সময় হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে। ফলে গেটগুলো মেরামতের কাজ করা হচ্ছে। এ কারণেই ২২ মে থেকে আগামী ২ জুন পর্যন্ত শুধুমাত্র কোর সাফারি বন্ধ থাকবে। পার্কের অন্যান্য বেষ্টুনি খোলা রয়েছে।

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।