ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাইবান্ধায় ওএমএসের ১৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মে ২০, ২০২৫
গাইবান্ধায় ওএমএসের ১৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক

গাইবান্ধার সাঘাটায় কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা (১০০০ কেজি) চালসহ ডিলার আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনকে (৪৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার কলেজ মোড় থেকে তাকে আটক করে স্থানীয় জনতা।

পরে তারা পুলিশে খবর দেয়।

আফজাল হোসেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল উত্তোলন করেন বোনারপাড়া ইউনিয়নের ডিলার আফজাল হোসেন।

পরে উত্তোলনকৃত চাল কলেজ মোড় এলাকায় বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির সময় স্থানীয় লোকজন হাতেনাতে চালসহ ডিলার আফজালকে আটক করে পুলিশে খবর দেয়।  

খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে চালসহ অভিযুক্ত ডিলারকে থানায় নিয়ে যায়।

উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, চালগুলোসহ ডিলারকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।