ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

‘পুশ ইন’ ঠেকাতে রাঙামাটি-ভারত সীমান্তে বিজিবির টহল জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, মে ১৯, ২০২৫
‘পুশ ইন’ ঠেকাতে রাঙামাটি-ভারত সীমান্তে বিজিবির টহল জোরদার

রাঙামাটি: ‘পুশ ইন’ ঠেকাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ভারতের ১৫৭ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা জুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বাঘাইছড়ি উপজেলার এই সীমান্তবর্তী এলাকার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখনো সুসম্পর্ক সম্পর্ক বজায় রয়েছে।

বিজিবি জানায়, রাঙামাটির বাঘাইছড়ি এবং ভারতের মিজোরাম সীমান্তে দু’দেশের বাহিনী টহল ব্যবস্থা জোরদার করেছে। তবে টহল জোরদার থাকলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ  সম্পর্ক রয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের বাহিনী যৌথভাবে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো ঘটনা এখনো ঘটেনি। কোনো ধরনের পুশ ইন বা সীমান্ত আইন লঙ্ঘনের  ঘটনা এখনো ঘটেনি বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে গত ০৭মে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে ভারত ৮০জনকে পুশ ইন করেছিল। পুশ ইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক বলে বিজিবি’র পক্ষ থেকে বলা হয়।

বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেন, খাগড়াছড়িতে পুশ ইন করা সবাইকে আমাদের কাছে রেখেছিলাম। সবার নিরাপত্তা, খাদ্য সংগ্রহ নিশ্চিত করেছিলাম। এরপর পুলিশের সহযোগিতায় আমরা তাদের ভেরিফিকেশন করেছি তারা আমাদের দেশের নাগরিক কিনা। কবে কোথায় বসবাস করছে। যারা সত্যিকারের বাংলাদেশের নাগরিক, প্রকৃত ভোটার আইডি কার্ড আছে তাদের বাংলাদেশের নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি।

এ ব্যাপারে পুলিশ আমাদের ব্যাপক সহযোগিতা করেছে।   স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা আমাদের সহযোগিতা করেছে। তারা বাস ভাড়া করে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।