ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

৫ দিন পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মে ১৮, ২০২৫
৫ দিন পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল। 

রাঙামাটি: পাঁচদিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল।  

রোববার (১৮মে) সকাল ৬টা থেকে এই নৌ রুট ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

প্রকৌশলী বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল।  

সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে রোববার সকাল থেকে এই নৌ রুটে ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ রাঙামাটির উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পন্টুন চরে আটকে যায় যে কারণে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজ সম্পাদনের লক্ষ্যে গত পাঁচদিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।

উল্লেখ্য, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন হাজারো যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।