ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আবার পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, মে ১৬, ২০২৫
আবার পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া: বিএসএফ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে পুশইন করতে পারে-এমন শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় কড়া পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে রয়েছেন স্থানীয় লোকজন।

 

বৃহস্পতিবার (১৫ মে) রাতে পুশইনের শঙ্কায় টহল জোরদার করেছে বিজিবি।

পুশইন হতে পারে এমন খবরে স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে।  

বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে জানা যায়, ভারতের আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে বাংলাদেশে পুশইন করার জন্য বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে জড়ো করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাত সীমান্তে টহল দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার লোকজনের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এরপর বিজিবির সঙ্গে অবস্থান নেন স্থানীয় জনতা।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।  

তবে কতজনকে পুশইন করার জন্য তারা তৎপর ছিল, তা জানা যায়নি।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।