চাঁদপুর: থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিমানবন্দর ইমেগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মাহবুব আলমের নামে ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং তার স্ত্রী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় হামলার শিকার হন।
আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। হামলার সময় আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার নিয়ে আক্রমণ করেন, যার ফলে ২৭ জন আহত হন। এ ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেন।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ মোট ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। বাদী মামলায় আরও উল্লেখ করেন, তিনি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় এ মামলা করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মাহবুব আলমের নামে একাধিক মামলা রয়েছে। তার মামলার বিষয়ে বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দেওয়া ছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই