ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, মে ১৫, ২০২৫
বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গাছবোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালক।

 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার সীমান্ত সড়কের আর্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে বড় একটি ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন নির্মাণ শ্রমিক নিহত হন। তাদের নাম নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।