ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পঞ্চগড়ে বিআরটিএর যৌথ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মে ১৪, ২০২৫
পঞ্চগড়ে বিআরটিএর যৌথ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়ানোসহ নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে সড়ক নিরাপদ রাখতে সেনাবাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন অথোরিটি (বিআরটিএ)।

বুধবার (১৪ মে) দুপুরে পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইন্সেস না থাকায় ২৬ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। একইসঙ্গে যানবাহনগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশ সহায়তা করে।  

এসময় পঞ্চগড় বিআরটিএর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে এ অভিযান। আজকের অভিযানে বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।