ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সকালের ফ্লাইটে সৌদি আরবে যাওয়া হলো না প্রবাসী বাবলুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, মে ১৪, ২০২৫
সকালের ফ্লাইটে সৌদি আরবে যাওয়া হলো না প্রবাসী বাবলুর

মাদারীপুর: সকালের ফ্লাইটে সৌদি আরবে ফেরার কথা ছিল প্রবাসী বাবলুর রহমানের (৫০)। কিন্তু তা আর হলো না, পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

 

বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচরের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বাবলুর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার বাসিন্দা।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোর ৪টার দিকে মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়েতে বাসটি থামান চালক। এসময় বাবলুরসহ যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে বাইরে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে ধাক্কা দিলে বাবলুর নামে ওই যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় বাবলুরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন, নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন।  

তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।