মৌলভীবাজার: পর্যটননগরী শ্রীমঙ্গলের একটি দোকান থেকে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা সঞ্জয় পাশী। তিনি কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক।
রোববার (১১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ভানুগাছ রোডের গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ছাত্রলীগ নেতা সঞ্জয় পাশীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।
তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বিবিবি/এসএএইচ