হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে রাজু মিয়া (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বেনিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজু একই গ্রামের তমুজ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বিকেলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিতে রাজু তার বাড়ির পাশে গোসল করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহন হন। স্বজনরা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, রাজুর পরিবারের জন্য সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
এসআরএস