ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে সোয়েটার কারখানা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, মে ১১, ২০২৫
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে সোয়েটার কারখানা বন্ধ শ্রমিকদের বিক্ষোভ।

গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সুরাবাড়ি এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১১ মে) সকালে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, সুরাবাড়ি এলাকায় মার্ক সোয়েটার লিমিটেড কারখানার এপিএম হাসমত আলীকে বহিষ্কারের দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ ছাড়া তাদের ছোটখাটো দাবি ছিল। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে শনিবার (১০ মে) রাতে গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। রোববার সকালে কারখানার শ্রমিকরা গেটের সামনে বন্ধের নোটিশ দেখতে পেয়ে আবার বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝি সেখান থেকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

শ্রমিকরা জানান, মজুরি বাড়ানোর জন্য কয়েকদিন ধরে শ্রমিকরা দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে রোববার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু কারখানার গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।