ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, মে ৮, ২০২৫
দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রোজিনা খাতুন একই এলাকার ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন রোজিনা খাতুন। এসময় কার্পাসডাঙ্গার একটি ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয় আলীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।