ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ পুলিশের সাত সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, মে ৬, ২০২৫
যশোরে আসামি ধরতে গিয়ে হামলায় ওসিসহ পুলিশের সাত সদস্য আহত

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আসামি সিয়ামকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতকারী পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে একদল পুলিশ মাকাপুর গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি সিয়ামকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশকে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আসামিকে নিয়ে ফেরার পথে পুলিশ সদস্যদের ওপর ফের হামলা চালানো হয়।

হামলায় আহতদের মধ্যে এএসআই লাভলুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন বলেন, মোট সাত পুলিশ সদস্য হাসপাতালে আসেন। এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।