নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর হয়েছে।
শনিবার (৩ মে) রাতে গোদনাইল এনায়েতনগর লাকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের (বর্তমানে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া) মো. শহিদুলের ছেলে। এ ঘটনায় নিহত ইয়াসিনের বন্ধু সানি ও রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমানা এলাকার গোদনাইল এনায়েতনগর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় এলাকায় একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম এর সত্যতা নিশ্চিত বলেন, রাতে একদল কিশোরের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে নিহত হয় কিশোর ইয়াসিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।
এমআরপি/আরবি