ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, এপ্রিল ২১, ২০২৫
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বেড়াতে এসে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত) এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।

 

সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের দুর্গম ভাইবোনছড়ার সুরেন্দ্র কাররারিপাড়া ও পূর্ণ কারবারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (প্রসিত) এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এ সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফ এর ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে আরও রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি, সামরিক পোশাক ও মোবাইল ফোন।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ছয়জন। অপহরণের পর থেকে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে। তবে এখনো অপহৃত চবির পাঁচ শিক্ষার্থীর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।