ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

দিনাজপুরে পাসের হার ৮৪.১০, গণিতে বিপর্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মে ৬, ২০১৯
দিনাজপুরে পাসের হার ৮৪.১০, গণিতে বিপর্যয়

দিনাজপুর: এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পাসের হার ৮৪ দশমিক ১০। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে। আর কমেছে জিপিএ-৫। ১৩৮টি বিদ্যালয়ের শতভাগ পাসের রেকর্ড হয়েছে। কেউই পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১টি। বহিষ্কার হয়েছে ৪৪ জন। এ বোর্ডে কেবলমাত্র গণিতেই অকৃতকার্য হয়েছে প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী। 

সোমবার (৬ মে) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান।  

এসময় উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক ফারাজউদ্দীন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরীসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


 
এবার পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৬২ শতাংশ। মোট পরীক্ষার্থী ১ লাখ ৯৮ হাজার ৮০৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯৭ হাজার ৫৪৬ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৬ হাজার ১৩৫ জন। মেয়েদের তুলনায় ছেলেদের পাসের হার বেশি। ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ৬৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন। এর মধ্যে ৪ হাজার ৮৪১ জন ছেলে ও ৪ হাজার ১৮২ জন মেয়ে। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৭৩২ জন।  

বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৬৬৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৪ হাজার ১৮৭ জন। এর মধ্যে ৪৮ হাজার ১৫১ জন ছেলে ও ৩৬ হাজার ৩৬ জন মেয়ে রয়েছে। পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।  

মানবিক বিভাগে ১ লাখ ২ হাজার ৬৫৩ জনের মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৪৩০ জন। এর মধ্যে ৩২ হাজার ৬৪৩ জন ছেলে ও ৪৪ হাজার ৭৮৭ জন মেয়ে। পাসের হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮২ জন। এর মধ্যে ৬১ জন ছেলে ও ২১ জন মেয়ে।

ব্যবসা শিক্ষা বিভাগে ৫ হাজার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৫১৮ জন। এর মধ্যে ৩ হাজার ২৬৮ জন ছেলে ও ১ হাজার ২৫০ জন মেয়ে। পাসের হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ।  

এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯২৩ জন। এখানে ৪ হাজার ৮৯৭ জন ছেলে ও ৪ হাজার ১১৬ জন মেয়ে।  

ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ১৮ জন। এর মধ্যে ১৩ জন ছেলে ও ৫ জন মেয়ে।  

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল ৪৪ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ২ হাজার ৬৩০টি বিদ্যালয়ে ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বাংলানিউজকে বলেন, এবারের এসএসসি পরীক্ষায় কেবলমাত্র গণিত বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৯১০ জন। গ্রামের স্কুলগুলোতে গণিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের অভাবে ছাত্র-ছাত্রীরা কাঙ্ক্ষিত ফল করতে পারছে না বলে গণিতে অকৃতকার্যের সংখ্যা বেশি। উপজেলা ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে গণিতের ব্যাপারে আরও বেশি কার্যকর ও মনোযোগী হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রেজাল্ট এর সর্বশেষ