প্রতিষ্ঠানটি থেকে এবার ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৭৮ জন পাশ করেছে। এদিকে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৩৯ জন পাশ করেছে।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। এসময় একে-অপরকে মিষ্টি বিতরণ করে।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা রাণী দেবী বাংলানিউজকে জানান, স্কুলের সুনাম ধরে রাখার জন্য শিক্ষার্থীদের সঙ্গে এ স্কুলের সব শিক্ষকদের অভিনন্দন জানায়। এ স্কুলে শিক্ষক কম হওয়ার পরেও শিক্ষার মান ধরে রেখেছেন তারা।
পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় জানায়, এবার জেলায় ২২ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৪১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২০২ জন ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ৯৪১ জন শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
আরএ