ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

রেজাল্ট

এবারো এগিয়ে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, মে ৬, ২০১৮
এবারো এগিয়ে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: এবারো এসএসসি পরীক্ষায় এগিয়ে রয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পঞ্চগড়ের ২১১টি উচ্চ বিদ্যালয়কে পেছনে ফেলে ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠানটি থেকে এবার ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৭৮ জন পাশ করেছে। এদিকে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৩৯ জন  পাশ করেছে।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯০ জন জিপি-এ ৫ ও বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন জিপিএ-৫ পেয়েছে।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। এসময় একে-অপরকে মিষ্টি বিতরণ করে।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা রাণী দেবী বাংলানিউজকে জানান, স্কুলের সুনাম ধরে রাখার জন্য শিক্ষার্থীদের সঙ্গে এ স্কুলের সব শিক্ষকদের অভিনন্দন জানায়। এ স্কুলে শিক্ষক কম হওয়ার পরেও শিক্ষার মান ধরে রেখেছেন তারা।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় জানায়, এবার জেলায় ২২ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৪১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২০২ জন ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ৯৪১ জন শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রেজাল্ট এর সর্বশেষ