ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

চাঁদ দেখা যায়নি, আমিরাতে ঈদ বৃহস্পতিবার

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মে ১১, ২০২১
চাঁদ দেখা যায়নি, আমিরাতে ঈদ বৃহস্পতিবার ...

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আকাশে মঙ্গলবার (১১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

আমিরাতের রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে বুধবার (১২ মে) ঈদ হচ্ছে না। বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপন করবে আমিরাত।

মঙ্গলবার সন্ধ্যায় আমিরাতে বৈঠকে বসে দেশটির শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটি। কমিটি সিদ্ধান্ত দেয়, দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আরো একদিন অর্থাৎ বুধবার পর্যন্ত রোজা রাখতে হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ১১ মে, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।