ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অপার মহিমার রমজান

ইফতারের দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, মে ২৮, ২০১৭
ইফতারের দোয়া হজরত নবী করিম (সা.) থেকে ইফতারের কয়েক ধরণের দোয়া বর্ণিত আছে

হজরত নবী করিম (সা.) থেকে ইফতারের কয়েক ধরণের দোয়া বর্ণিত আছে। তা থেকে এখানে দু’টি দোয়া উল্লেখ করা হলো-

ক. নবী করিম (সা.) যখন ইফতার করতেন, তখন বলতেন-
 
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ! তোমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।

-সুনানে আবু দাউদ: ২৩৬০

খ. হজরত ইবনে উমর (রা.) বলেন, নবী করিম (সা.) যখন ইফতার করতেন, তখন বলতেন-

ذَهَبَ الظَّمْأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ: জাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরূকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ: পিপাসা মিটেছে, শিরাগুলো সতেজ হয়েছে। আল্লাহ চাহে তো সওয়াবও লেখা হয়েছে। -সুনানে আবু দাউদ: ২৩৫৯

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।